১৯৪৭ সালের ১৫ ই অগাস্ট দীর্ঘ ২০০ বছরের ব্রিটিশ করায়ত্ত থেকে ভারতবাসী মুক্তি পেয়েছিল। সুতরাং প্রত্যেক ভারতীয় নাগরিকের কাছে এই দিনটির গুরুত্ব অপরিসীম। পৃথিবীর মধ্যে সবচেয়ে বড় গনতন্ত্র রাষ্ট্র হিসেবে ভারতবর্ষ প্রতিষ্ঠিত। শক, হুণ, মোঘল, পাঠান প্রভৃতি বৈদেশিক শক্তি ভারতবর্ষকে আক্রমণ করেছে, ইতিহাস ক্ষতবিক্ষত করেছে , কিন্তু ভারতবর্ষের রূপ অমলিন রয়ে গেছে। এরপর আসে ইংরেজ শাসন- নেতাজী সুভাষচন্দ্র, গান্ধীজি, বাল গঙ্গাধর তিলক, ভগৎ সিং প্রমুখ স্বাধীনতা সংগ্রামীর আত্মবলিদানে আজ আমরা স্বাধীন। তাই এই দিনে একজন ভারতীয় হিসেবে আমাদের কর্তব্য সেইসব স্বাধীনতার অমর জ্যোতি যারা দেশের জন্য প্রান ত্যাগ করেছেন তাদেরকে শ্রদ্ধা জানানো। স্বাধীনতা দিবস উপলক্ষে আজকের দিনে আপামর দেশবাসী পতাকা উত্তোলন করে, মিষ্টি বিতরণ করে একে অপরের সাথে। সামাজিক সম্প্রীতির এক বড় দিন হিসেবে আজকের এই দিনটি পালিত হয়।